ডিএমপি নিউজ: প্রেমের ফাঁদে ফেলে কলেজ পড়ুয়া মেয়েকে অপহরণ করার অভিযোগে অপহৃত ভিকটিমকে উদ্ধার করেছে ডিএমপির ভাষানটেক থানা পুলিশ।
ভাষানটেক থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ ফয়সাল আহম্মেদ ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোঃ মিজানুর রহমান নামের এক ব্যক্তি পূর্ব থেকে ভিকটিমকে প্রেমের প্রস্তাব দিয়ে উতক্ত করতো। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে তাকে কয়েকবার সতর্কও করা হয়। কিন্তু মিজানুর তা উপেক্ষা করে গত ১৮ সেপ্টেম্বর দুপুরে ভাষানটেক সরকারী কলেজের সামনে থেকে ভিকটিমকে ফুসলিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের মায়ের অভিযোগের প্রেক্ষিতে ২৩ সেপ্টেম্বর থানায় একটি অপহরণ মামলা রুজু করা হয়।
ওসি জানান, মামলার তদন্তের এক পর্যায়ে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বুধবার দিবাগত রাত পৌনে চারটায় জামালপুর জেলার সরিষাবাড়ী থেকে সংশ্লিষ্ট থানা পুলিশের সহায়তায় অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়। মিজানুর রহমানকে গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।