নগর প্রশাসন শক্তিশালী, অবকাঠামো উন্নয়ন এবং পৌরসভার সেবার মান উন্নয়নে বাংলাদেশকে ২০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
মঙ্গলবার বাংলাদেশ ও এডিবি এ সংক্রান্ত একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। রাজধানীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আজম এবং এডিবির আবাসিক প্রধান কাজিহিকো হিগোচি নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চু ক্তিপত্রে বলা হয়, পৌরসভাগুলোকে দেশের মডেল টাউন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রশাসনিক ও অবকাঠামো উভয় ক্ষেত্রের উন্নয়নেই এই ঋণ সহায়তা ব্যবহার করা হবে। নগরীর সড়ক উন্নয়ন, যানবাহন ব্যবস্থাপনা, পানি সরবরাহ নিশ্চিত ও টেকসই পরিবেশ এবং সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এই ঋণ সহায়তা প্রদান করছে এডিবি।
এছাড়া পৌরসভা এলাকায় বন্যা সুরক্ষা, নগর নীতি, প্রাতিষ্ঠানিক ও সক্ষমতা উন্নয়ন, নগরীর স্যানিটেশন, বস্তি উন্নয়ন ও নগর বর্জ্য ব্যবস্থাপনায় অর্থায়ন করা হবে।