উল্ফসের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরল লিভারপুল। ক্লপের শীর্ষরা বেশ কিছুদিন যাবতই কেমন যেন ছন্নছাড়া ফুটবল খেলছিল।
সোমবার এ্যাওয়ে ম্যাচ খেলতে নেমে শুরু থেকেই শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ে লিভারপুল। ম্যাচের একমাত্র গোলটি তারা পায় প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে। দিয়োগো জোতার গোলে এগিয়ে যায় তারা। শেষ পর্যন্ত ঐ একমাত্র গোলেই ম্যাচটি শেষ হয়।
এই জয়ের ফলে ২৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের ছয়ে অবস্থান করছে লিভারপুর। ৩০ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার শীর্ষে রয়েছে ম্যান সিটি।