আগামী ৫ জানুয়ারি শুরু হবে বিপিএলের ষষ্ঠ আসর। বিপিএল প্লেয়ার ড্রাফটে কোন দল না পেয়ে হতাশ হয়েছিলেন জাতীয় দলের সাবেক ওপেনার শাহরিয়ার নাফীস। অবশেষে বিপিএলে দল পেলেন তিনি । রাজশাহী কিংস দলে নিয়েছে এই ওপেনারকে । রবিবার বিকালে শাহরিয়ার নাফীসকে দলে নেওয়ার কথা জানিয়েছে রাজশাহী কিংস কর্তৃপক্ষ।
রাজশাহী কিংস
দেশি ক্রিকেটার: শাহরিয়ার নাফীস, সৌম্য সরকার, মুমিনুল হক, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, জাকির হাসান, ফজলে রাব্বি, আরাফাত সানি, আলাউদ্দিন বাবু ও মার্শাল আইয়ুব।
বিদেশি ক্রিকেটার: রায়ান টেন ডেসকাট, কাইস আহমাদ, ক্রিশ্চিয়ান জনকার, ইসিরু উদানা, লরি ইভান্স, সেকুগু প্রসন্ন ও মোহাম্মদ সামি।