ডিএমপি নিউজঃ পুলিশ সপ্তাহ – ২০২৩ এর অন্যতম কর্মসূচি হিসেবে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সাথে কর্মরত পুলিশ কর্মকর্তাদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি ২০২৩ খ্রি.) রাতে পুলিশ সপ্তাহ-২০২৩ এর ৩য় দিনে রাজারবাগ পুলিশ লাইন্সে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তাঁর পরিবার, জাতীয় ৪ নেতা, স্বাধীনতার প্রথম প্রতিরোধ যুদ্ধে রাজারবাগের শহীদ পুলিশ সদস্য, করোনায় মৃত্যুবরণকারী ও কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত সাবেক আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার); হাসান মাহমুদ খন্দকার বিপিএম, পিপিএম, এনডিসি; এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম; নূর মোহাম্মদ; বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুর রউফ পিপিএম; বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন বীর বিক্রম; মুহাম্মদ নূরুল হুদা চাকুরি জীবনের নানা ঘটনার বর্ননা দিয়ে স্মৃতিচারণ করেন। তাঁরা কর্মরত পুলিশ কর্মকর্তাদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পুলিশ সপ্তাহ-২০২৩ এর প্যারেডের ভূয়সী প্রশংসা করেন তাঁরা।
পুনর্মিলনী অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম(বার), পিপিএম বলেন, আপনাদের দীর্ঘ চাকুরি জীবনে মেধা, মনন ও শ্রম দিয়ে পুলিশ বাহিনীকে সমৃদ্ধ করে গেছেন। পুলিশ বাহিনীকে কীভাবে জনগণের কাছে গ্রহণযোগ্য করা যায় আপনারা সেই কাজটি করে গেছেন।
পুলিশ প্রধান বলেন, আপনারা আমাদেরকে সৌজন্য শিখিয়েছেন। পেশাদারিত্বের সাথে কিভাবে দায়িত্ব পালন করতে হয় সেটাও শিখিয়েছেন। আবার কখনো কখনো দৃঢ় আচরণের মাধ্যমে আমাদের উপর অর্পিত কাজটা শেখানোর জন্য চেষ্টা করেছেন।
আপনারা বাংলাদেশ পুলিশের বিভিন্ন সংকটময় মূহুর্তে, বিভিন্ন প্রয়োজনে আমাদের পাশে দাঁড়াবেন। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের প্রতি এ আশাবাদ ব্যক্ত করেন আইজিপি।
সবশেষে বাংলাদেশ পুলিশ সাংস্কৃতিক পরিষদ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
পুনর্মিলনী অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।