ডিএমপি নিউজঃ পুলিশের চাকুরী থেকে অবসরে গেলেও সমাজে আপনি একজন পুলিশ হিসেবে পরিচিত হবেন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম।
আজ (২৫ জুলাই) বেলা ১২ টায় ডিএমপি সদস দপ্তরে আয়োজিত অবসর প্রস্তুতিমূলক ছুটি (এলপিআর) যাওয়া পুলিশ/দাপ্তরিক কর্মকর্তা ও কর্মচারী সদস্যদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি।
অবসরপ্রাপ্ত সকলের সুস্থ জীবন কামনা করে কমিশনার বলেন, একজন প্রজাতন্ত্রের কর্মচারীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ সুনাম ও সুস্থতার সাথে চাকুরী থেকে অবসর যাওয়া। আল্লাহ রহমতে আপনারা দীর্ঘ কর্মজীবন সুনাম ও দক্ষতার সাথে শেষ করেছেন। সকলের দোয়া নিয়ে সুস্থতার সাথে শেষ কর্মদিবসও আপনারা সুনামের সাথে শেষ করেছেন। এই দীর্ঘ চাকুরী জীবনে আপনারা অনেক চরাই উতরাই ও বাধা অতিক্রম করেছেন। বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের চাকুরীতে দায়িত্ব অনেক বেশি। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইভেন্টে আপনারা টিম ডিএমপি’র সাথে সুন্দরভাবে দায়িত্ব পালন করেছেন। যা সর্বমহলে প্রশংসিত হয়েছে। আপনারা আজ অবসরে যাচ্ছেন, আমিও আগামী মাসে অবসরে যাব। অবসরে যাওয়ার সময় তৃপ্তি সহকারে বলতে পারব বাংলাদেশ পুলিশ একটি শক্ত ভিতে দাঁড়িয়ে আছে। যোগদানের সময়ের পুলিশ এবং অবসর সময়ের পুলিশে অনেক পরিবর্তন এসেছে। বহুগুনে বেড়েছে পুলিশের সক্ষমতা।
তিনি আরো বলেন, সিভিল সোসাইটির সদস্য হিসেবে সমাজের জন্য অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের ভালো কিছু করার সুযোগ রয়েছে। মনে রাখবেন আমরা মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধকারী বীর পুলিশ সদস্যদের উত্তরাধিকারী। আমরা সবসময় দেশের মঙ্গল চাই। আপনারা সুযোগ পেলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেদের জড়াবেন।
এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ হতে অবসরপ্রাপ্ত ৯৭ জন পুলিশ সদস্য ও দাপ্তরিক কর্মকর্তা/কর্মচারীদের সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করেন ডিএমপি কমিশনার। সাথে উপস্থিত ছিলেন ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।