গতকালের ম্যাচে অবিশ্বাস্য এক জয় পেয়েছে মুস্তাফিজের রাজস্থান। দিল্লি ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়েছে রাজস্থান।
মুস্তাফিজেদের বোলিং নৈপুণ্যে দিল্লিকে ১৪৭ রানে আটকে দেয় রাজস্থান। মুস্তাফিজ ৪ ওভারে ২৯ রান দিয়ে নেন ২ উইকেট। দিল্লির অধিনায়ক পান্থ ৩২ বলে করেন ৫২ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে রাজস্থান। একসময় তাদের স্বোর ছিল পাঁচ উইকেট হারিয়ে ৪২ রান। মিলারের ৬২ রানের নৈপুণ্যে ম্যাচে ফেরে তারা। মিলার আউট হলে ম্যাচের হাল ধরেন ক্রিস মরিস। তার করা অপরাজিত ১৮ বলে ৩৬ রানের সুবাদেই দুই বল বাকি থাকতেই জয় পায় রাজস্থান।