ডিএমপি নিউজ: ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর গুলশান বিভাগ কর্তৃক আজ ২৭ অক্টোবর ২০২৪ তারিখে ভাসমান দোকান ও হকার উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ বিশেষ অভিযানে গুলশান থানাধীন নাভানা গলি, রবি টাওয়ারের গলি, বনানী থানাধীন বনানী কাঁচা বাজার এলাকা, মহাখালী আমতলী হকার্স মার্কেট, মহাখালী কাঁচা বাজার ও কুড়িল কুড়াতলী এলাকার রাস্তায় ও ফুটপাতে স্থাপিত বিভিন্ন অস্থায়ী অবৈধ দোকান ও হকার উচ্ছেদ করা হয়।
উল্লেখ্য, রাস্তায় ও ফুটপাতে অবৈধভাবে গড়ে তোলা ভাসমান দোকান ও হকারের কারণে উল্লেখিত জায়গাগুলোতে যানবাহন ও পথচারীদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছিলো। এই উচ্ছেদ অভিযান পরিচালনার কারণে উক্ত এলাকাগুলোতে পথচারীরা স্বচ্ছন্দে চলাচল করতে পারবে ও যানজটও অনেকাংশে লাঘব করা সম্ভব হবে।
ডিএমপির গুলশান বিভাগ এর উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রিয়াজুল হক এর নির্দেশনায় ও গুলশান বিভাগ এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: খলিলুর রহমান এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই অভিযানে গুলশান বিভাগের সকল স্তরের পুলিশ সদস্যবৃন্দ অংশগ্রহণ করে।