ডিএমপি নিউজঃ রাজধানীতে অভিনব কায়দায় ইয়াবা ট্যাবলেট পরিবহনের সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ নাসিম উদ্দিন ওরফে ঠান্ডু, কিবরিয়া আহমেদ ওরফে শামীম আহমেদ ও সাব্বিরুল হাসান ওরফে ইমন। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
১৩ অক্টোবর,২০১৮ রাত ০৯ টায় শাহবাগ থানার নিমতলী মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে ডিবি-দক্ষিণ বিভাগের রমনা জোনাল টিম।
ডিবি-দক্ষিণ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা প্রাইভেটকারে করে কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট এনে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করত। ইয়াবা ট্যাবলেট পরিবহনে তারা অভিনব কায়দা ব্যবহার করত। তারা ব্যাগপ্যাকের ল্যাপটপ রাখার চেম্বারে ইয়াবা ট্যাবলেট কাথার মতো করে সাজিয়ে সেলাই করে নিয়ে আসত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা রুজু হয়েছে।