কখনো সিএনজি চালক তো কখনো ভূয়া সাংবাদিক। এমনি পরিচয়ে ছিনতাই করে থাকে তারা। এমন একটি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত ছিনতাইকারীর নাম মোঃ নাগর পন্ডিত (২৬)। তার বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানায়। সে চট্টগ্রাম জেলার চান্দগাঁও থানার মিরাজ গার্মেন্টস এর পাশের কলোনীতে থাকত।
উল্লেখ্য, গত ২১ জুন ২০১৭ ইং রাত ০৯.৩০ টায় সিএমপির খুলশী থানার জাকির হোসেন রোডের আল মদিনা ড্রাই ক্লিনার্সের সামনে হতে গাড়ীর জন্য অপেক্ষায় থাকা USA নাগরিক ও এশিয়ান ইউমেন ইউনিভার্সিটি, চট্টগ্রাম এর শিক্ষক Dana Hudson Mclachin এর হাতে থাকা ভ্যানিটি ব্যাগ সিএনজিতে থাকা অজ্ঞাতনামা ২ জন ছিনতাইকারী ছিনিয়ে নিয়ে যায়।
তাঁর ভ্যানিটি ব্যাগে ব্যবহৃত মোবাইল ও ড্রাইভিং লাইসেন্সসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। পরবর্তী সময়ে তিনি বাদী হয়ে খুলশী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
উক্ত ছিনতাইয়ের ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে ছায়া তদন্ত শুরু করে।
উক্ত দলটি ২২ জুন, ২০১৭ রাত ১১.৪০ টায় চান্দগাঁও থানার বাহির সিগন্যাল রেল গেইটের পার্শ্ব হতে ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত নম্বর বিহীন সিএনজি সহ পেশাদার ছিনতাইকারী মোঃ নাগর পন্ডিতকে গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত ছিনতাইকারীর স্বীকারোক্তি মতে ছিনতাইকৃত Macbook air laptop, Ipod touch white and silver with blue case, Kindle (e-reader) white and red case উদ্ধার করা হয়।
এছাড়া উক্ত টিম ছিনতাইকারীর হেফাজত হতে “দৈনিক সংবাদ মোহনা” নামে একটি প্লাস্টিক আইডি কার্ড উদ্ধার করে। অন্যান্য সহযোগীদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।