সিনেমা হলে হেনস্তার শিকার হয়েছেন মারাঠি অভিনেত্রী ও প্রয়াত অভিনেতা লক্ষ্মীকান্ত বের্দের স্ত্রী প্রিয়া বের্দে। তিনি সকলের কাছে প্রিয়া অরুণ নামেও পরিচিত। সম্প্রতি মেয়েকে নিয়ে মুম্বাইয়ের একটি সিনেমা হলে গিয়েছিলেন এ অভিনেত্রী। এ সময় তার সঙ্গে এ ঘটনা ঘটে।
সিনেমা হলে প্রিয়ার পেছনের সিটে বসে ছিলেন এক ব্যক্তি। এক পর্যায়ে এ অভিনেত্রীকে ওই ব্যক্তি উত্যক্ত করতে শুরু করে। এমনকি পরবর্তীতে লাঞ্ছিত করে। ঘটনার সঙ্গে সঙ্গেই সিনেমা হলের নিরাপত্তা রক্ষীদের বিষয়টি অবহিত করেন প্রিয়া। তারপর ওই ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করা পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমে বলা হয়েছে, হেনস্তা করার সময় সুনীল জানি নামের ওই ব্যক্তি মাতাল ছিলেন।
মারাঠি সিনেমায় নিয়মিত অভিনয় করছেন প্রিয়া। এছাড়া তিনি একজন গায়িকা। নাচের জন্যও তার সুনাম রয়েছে। প্রিয়া অরুণ ও লক্ষ্মীকান্ত বের্দে হাম আপকে হ্যায় কৌন সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন।