বিপিএলের পঞ্চম আসরে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা ভাবছে বিপিএল গভর্নিং কাউন্সিল। আর এই অনুষ্ঠানে দেশি-বিদেশি নামকরা শিল্পীদের আনার চেষ্টা করা হবে বলে জানা গেছে।
ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংকে প্রায় নিশ্চিত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এছাড়া বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও শিল্পা শেঠিদের আনার চেষ্টা করা হচ্ছে।
বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে কী থাকছে জানতে চাইলে গতকাল সোমবার গুলশানে নিজের কার্যালয়ে বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল বলেন, ‘বাংলাদেশ ও ভারতের শিল্পীদের নিয়ে আমরা জমকালো অনুষ্ঠান করতে চাই।
তিনি বলেন, ‘দেশি শিল্পীদের মধ্যে রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন ও মমতাজের সঙ্গে আমরা কথা বলব। ’
সবকিছু ঠিক থাকলে বিপিএল শুরু হবে ২ নভেম্বর। উদ্বোধনী অনুষ্ঠান হবে ৩১ অক্টোবর।