‘অর্থশাস্ত্র ও নৈতিকতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২০তম দ্বিবার্ষিক সম্মেলন আগামী বৃহস্পতিবার শুরু হবে।তিন দিনব্যাপী এই সম্মেলনে চারটি প্লেনারী সেশনে পাঁচটি প্রবন্ধ এবং বারটি কর্ম-অধিবেশনে ১১৫টি প্রবন্ধ উপস্থাপিত হবে।
রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযোদ্ধা হলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সম্মেলনের উদ্বোধন করবেন। এতে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান।
সম্মেলনে সভাপতিত্ব করবেন সমিতির সভাপতি আশরাফ উদ্দিন চৌধুরী এবং স্বাগত বক্তব্য দেবেন সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ।
মঙ্গলবার অর্থনীতি সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আবুল বারকাত এসব তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, নৈতিকতার বিষয়টি অর্থশাস্ত্র ও প্রায়োগিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। এই দৃষ্টিকোন থেকে এবারে সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় ‘অর্থশাস্ত্র ও নৈতিকতা’। সম্মেলনের মাধ্যমে বাজার ও অর্থসংক্রান্ত প্রক্রিয়া এবং ব্যবস্থাপনায় নৈতিকতার গুরুত্ব, এর বাস্তব প্রয়োগ এবং সমস্যা ও সম্ভাব্য সমাধান সম্পর্কে দিক নির্দেশনা পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আবুল বারকাত মনে করেন দেশের অর্থ ব্যবস্থাপনা যেভাবে চলছে-তাতে আর্থিকখাতে বড় ধরনের দূর্ঘটনা ঘটার ঝুঁকি রয়েছে। তিনি বলেন,এজন্য অর্থ ব্যবস্থাপনায় সংস্কারের বিষয় নিয়ে আলোচনা হওয়া দরকার। তার আশা এবারের সম্মেলনে যেসব দিক নির্দেশনা উঠে আসবে তা জাতীয় উন্নয়ন নীতি নির্ধারণ ও বাস্তবায়নে সহায়তা করবে।
প্লেনারী সেশন বা কর্মঅধিবেশনগুলোতে দেশের প্রাজ্ঞ অর্থনীতিবিদ ড.মোহাম্মদ ফরাসউদ্দিন,ড.কাজী খলীকুজ্জমান আহমদ,ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আতিউর রহমান,অধ্যাপক ড. শামসুল আলম,ড. মোস্তাফিজুর রহমান,ড. মোস্তফা কামাল মুজেরী, অধ্যাপক ড. তৌফিক আহমদ চৌধুরী প্রমূখ উপস্থিত থাকবেন। বাসস