দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে নতুন ভ্যাট আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঝামেলামুক্ত ব্যবসা পরিচালনার ক্ষেত্রে এ আইন নতুন সম্ভাবনার দ্বার উম্মোচন করবে। দেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে মধ্যে উন্নত দেশের সারিতে নিয়ে যেতে রাজস্ব আদায় উন্নয়নের অক্সিজেন হিসেবে কাজ করবে। মঙ্গলবার ঢাকা পূর্ব কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেট-এর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২’ বিষয়ে সচেতনতাবিষয়ক এক কর্মশালায় এসব মন্তব্য করেন বক্তারা।
কর্মশালায় ঢাকা পূর্ব কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনার ড. একেএম নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুর রউফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ট্রাফিক পূর্ব) ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ মইনুল হাসান, এফবিসিসিআই’র পরিচালক শফিকুল ইসলাম ভরসা।
প্রধান অতিথির বক্তব্যে আবদুর রউফ বলেন, ভ্যাট আমাদের অর্থনৈতিক উন্নয়নের অক্সিজেন। আমার সন্তানকে নিরাপদে রাখতে, তার স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা করতে আমাদের ভ্যাট দিতে হবে। সরকারের নিজের কোন টাকা নাই, জনগণের টাকাই সরকার উন্নয়নের জন্য কাজ করে। আমি ভ্যাট না দিলে এই উন্নয়ন সম্ভব হবে না। এক্ষেত্রে দেশের প্রতিটি নাগরিককে ভ্যাটের বিষয়ে সচেতন হতে হবে।
ডিএমপির ডিসি ট্রাফিক পূর্ব মোহাম্মদ মইনুল হাসান বলেন, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং উন্নত দেশের সারিতে নিয়ে যেতে রাজস্ব অক্সিজেন হিসেবে কাজ করবে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ আন্তর্জাতিক মানদÐ বজায় রেখে প্রণয়ন করা হয়েছে; যা এ বছরের পহেলা জুলাই থেকে কার্যকর হবে। আইনটির সব কার্যক্রম অনলাইন ভিত্তিক ব্যবস্থায় পরিচালিত হবে।
তিনি বলেন, দেশকে ভাল বাসতে হলে আমাদের সবাইকে ভ্যাট দিতে হবে। কারণ পদ্মা সেতুসহ দেশের মেগা মেগা প্রজেক্টগুলো বাস্তবায়ন হচ্ছে রাজস্বের ওপর ভিত্তি করে।
এফবিসিসিআই’র পরিচালক শফিকুল ইসলাম ভরসা বলেন, আগামী ১লা জুলাই থেকে ভ্যাট আইন কার্যকর হবে আমরা একে সাধুবাদ জানাই।
ডেপুটি ভ্যাট কমিশনার তাছমিনা হোসেন বলেন, অনলাইনে ভ্যাট নিবন্ধন ই-বিআইএন করতে একজন ব্যবসায়ীর সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে। ব্যবসায়ীরা তাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে বসেই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। তাদের সহযোগিতার জন্য ভ্যাট নিবন্ধন সার্ভিস সেন্টার, ভ্রাম্যমাণ মোবাইল ভ্যানসহ যে কোনো প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের সহযোগিতা করবে।