কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে টানা চারটি মেজর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো লিওনেল মেসির নেতৃত্বাধীন আলবিসেলেস্তেরা। তবে এই আনন্দের মধ্যেই লুকিয়ে ছিল বিষাদের সুর। প্রায় দেড় যুগ পর জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলে অশ্রুসিক্ত চোখে বিদায় নিলেন অ্যাঙ্গেল ডি মারিয়া।
কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতে রেকর্ড সর্বোচ্চ ১৬তম কোপা শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এই জয়ের মঞ্চেই আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ডি মারিয়া। খেলা শেষের আগেই নিকোলাস ওতামেন্দির হাতে অধিনায়কত্বের আর্মব্যান্ড তুলে দেন এই অভিজ্ঞ তারকা।
ম্যাচ শেষে ডি মারিয়া বলেন, ‘এভাবেই বিদায় নেওয়ার কথা ছিল, আর তাই-ই হয়েছে। আমি এই মুহূর্তের জন্য স্বপ্ন দেখতাম। সতীর্থদেরও বলেছিলাম এটা নিয়ে। আমার সঙ্গে অনেক সুন্দর স্মৃতি থেকে যাচ্ছে।’
কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের ১১২ মিনিটে লাওতারো মার্টিনেজের গোলে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। এই ম্যাচ মোটেও সহজ ছিল না বলে মন্তব্য করেন ডি মারিয়া।
তিনি বলেন, ‘ম্যাচটা দেখতে যতটা সহজ মনে হয়েছে, আসলে মোটেও তা ছিল না। আমার হয়তো অন্য পরিস্থিতিতেও পড়তে হতে পারতো। আমি এই প্রজন্মের কাছে কৃতজ্ঞ, তারা আমাকে অনেক কিছু দিয়েছে। আমি যা চেয়েছি, সব অর্জন করেছি। যদি আগের প্রজন্মের সঙ্গেও কিছু জিততে পারতাম, তাহলে আরও ভালো হতো।’
আর্জেন্টিনার জার্সিতে আর কখনোই মাঠ মাতাবেন না ডি মারিয়া। বহু বছরের আরাধ্য শিরোপা জিততে বারবারই আলবিসেলেস্তেদের সহায় হয়েছেন তিনি। বিশ্বকাপ, কোপা আমেরিকার ফাইনালে গোল করে দলকে জয় এনে দিয়েছেন এর আগে। তবে এবারের ফাইনালে তার নামের পাশে গোলের দেখা মিলল না। সামান্য আক্ষেপ নিয়েই হয়তো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন এই আর্জেন্টাইন তারকা।