অষ্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সোমবার হিলটন হোটেলের ছাদে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ দুই জন নিহত এবং ভবনটিতে আগুন ধরে যায়।পুলিশ এ কথা জানিয়েছে।
জরুরী সেবার এক কর্মকর্তা বলেছেন, হেলিকপ্টারের প্রোপেলারের টুকরোগুলো হোটেলের পুকুরে পড়েছে। এ সময়ে দ’জন আহত হয়। এদের হাসপাতালে নেয়া হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল।
গ্রীস্মমন্ডলীয় উত্তরাঞ্চলীয় কেয়ার্নস শহরে সোমবার স্থানীয় সময় ১টা ৫০ মিনিটে দুই ইঞ্জিন বিশিষ্ট হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর কয়েকশ’ লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, হেলিকপ্টারের পাইলট ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। তাদের শনাক্ত করতে ফরেনসিক তদন্ত চলছে।
অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো থেকে সরকারি বিশেষজ্ঞদের একটি দলকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সূত্র: বাসস