ডিএমপি নিউজ: করোনা ভাইরাসের সংক্রমণরোধে ১০ দিনের সাধারণ ছুটি হওয়ায় কর্মজীবি খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) ক্যান্টনমেন্ট থানা।
ডিএমপির গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট থানা পুলিশ আজ ৩০ মার্চ ২০২০ বিকাল পঁাঁচটায় স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় আদর্শ বিদ্যানিকেতন স্কুল মাঠে ৩০০ জন অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম এর উপস্থিতিতে বাধ্যতামূলক সামাজিক দূরত্ব ও সাস্থ্য বিধি মেনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় গুলশান বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।