অস্কারজয়ী সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী আইরিন কারা এসকালেরার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। ফ্লোরিডার নিজ বাসায় মৃত্যুবরণ করেছেন এ অভিনেত্রী।
‘ফ্ল্যাশড্যান্স… হোয়াট এ ফিলিং’ গানটির গানটির জন্য অস্কার এবং একটি গ্র্যামি অ্যাওয়ার্ড অর্জন করেন এ গায়িকা-অভিনেত্রী। গানটির সহ-রচয়িতাও ছিলেন তিনি।
গায়িকা হিসেবে সফলতা পাওয়ার পর অভিনয়েও নাম লেখান তিনি। সিনেমায় ক্লিন্ট ইস্টউড, টাটুম ও নিলের মতো অভিনেতাদের বিপরীতে কাজ করেছেন কারা। ১৯৮১ সালে গোল্ডেন গ্লোব পুরস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন তিনি।
নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে ১৯৫৯ সালে জন্ম নেন কারা। তার বাবা পুয়ের্তো রিকান এবং মা একজন কিউবান-আমেরিকান। পাঁচ ভাইবোনদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন এ অভিনেত্রী। তথ্যসূত্রঃঅনলাইন