অস্কার বিজয়ী প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতা সিডনি পোয়াটিয়ে ৯৪ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় এই অভিনেতা মারা যান।
সিডনি পোয়াটিয়ে ১৯২৭ সালের ২০ ফেব্রুয়ারি ফ্লোরিডার মিয়ামিতে জন্মগ্রহণ করেন। লিলিস অফ দ্যা ফিল্ড চলচ্চিত্রে তার অভিনীত চরিত্রের জন্য প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে শ্রেষ্ঠ অভিনেতার অস্কার জিতেছিলেন।
পোয়াটিয়ে পরিচালিত চলচ্চিত্রসমূহ হল আ পিস অব দ্য অ্যাকশন, আপটাউন স্যাটারডে নাইট, লেট্স ডু ইট অ্যাগেইন, এবং ঘোস্ট ড্যাড। ২০০২ সালে “একজন শিল্পী ও মানুষ হিসেবে অনন্য অবদানের জন্য” তাকে একাডেমি সম্মানসূচক পুরস্কার প্রদান করা হয়।
১৯৭৪ সালে রাণী দ্বিতীয় এলিজাবেথ তাকে নাইট উপাধিতে ভূষিত করেন। ১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি জাপানে বাহামিয় দূত হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করে। ২০১৬ সালে চলচ্চিত্রে আজীবন অবদানের জন্য তাকে বাফটা ফেলোশিপ প্রদান করা হয়।