অসাধারণ এক মুভি! এর মাধ্যমে জীবন সম্পর্কে একটা স্পষ্ট ও পরিণত ধারণা ফুটে ওঠে মন ও মস্তিষ্কে। কিন্তু জানলে অবাক হবেন, এ সিনেমার দৈর্ঘ্য মাত্র ৩ মিনিট!
আর তিন মিনিটেই মানুষের মন জয় করে নিয়েছে ছবিটি। স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড মুভি ক্যাটাগরিতে অস্কার অর্জন করে ‘পিপার’। আমাদের হৃদয়য়ে মতত্ববোধ ও ভালোবাসা থাকলে কীভাবে পরিস্থিতি ও জীবন বদলে যেতে পারে তার গভীর শিক্ষা প্রদান করেছে ছবিটি।
তাই এ বছরের অস্কার আয়োজনে অ্যানিমেটেড শর্ট ফিল্ম ক্যাটাগরিতে ‘পিপার’-ই সেরা। দেখুন তিন মিনিটের সেই ছবি।