ডিএমপি নিউজঃ দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ১১১ রানের বড় জয় পেয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
গতকাল অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩৮ রানের বিশাল সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। ৭৪ বলে ১০২ রানে অপরাজিত ছিলেন মার্করাম।
জবাবে ব্যাটে করতে নেমে মাত্র ৩৪.৩ ওভারে ২২৭ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। এই ম্যাচে জয়ের ফলে সিরিজে ২-১ ব্যবধানে টিকে থাকলো দক্ষিণ আফ্রিকা।