ডিএমপি নিউজঃ দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচে ১৬৪ রানের বিশাল জয় পেয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
গতকাল জোহানের্সবাগে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩১৫ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।
জবাবে ব্যাটে করতে নেমে মাত্র ৩৪.১ ওভারে ১৯৩ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। এই ম্যাচে জয়ের ফলে সিরিজটি ৩-২ ব্যবধানে জিতে নিল দক্ষিণ আফ্রিকা।