ডিএমপি নিউজঃ দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে ১৬৪ রানের বিশাল জয় পেয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
গতকাল অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৪১৬ রানের বিশাল সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। ৮৩ বলে ১৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ক্ল্যাসেন।
জবাবে ব্যাটে করতে নেমে মাত্র ৩৪.৫ ওভারে ২৫২ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। এই ম্যাচে জয়ের ফলে সিরিজে ২-২ ব্যবধানে সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা।