ডিএমপি নিউজঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মত টি-টুয়েন্টি সিরিজ জয়ের স্বাদ নিলো নিউজিল্যান্ড। রবিবার (৭ মার্চ) সিরিজ নির্ধারনী ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারায় নিউজিল্যান্ড। ফলে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতলো কেন উইলিয়ামসনের দল।
সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে চালকের আসনে ছিলো নিউজিল্যান্ড। তবে পরের দু’টি জিতে সিরিজে ২-২ সমতা আনতে পারে অস্ট্রেলিয়া। এতে পঞ্চম ও শেষ টি-টুয়েন্টিতে রুপ নেয় সিরিজ নির্ধারনী ম্যাচে।
টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে বলার মতো সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব অ্যারন ফিঞ্চ ও ম্যাথু ওয়েডের। তাদের দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৬৬ রান। ফিঞ্চ ৩২ বলে ৩৬ ও ওয়েড করেন ২৯ বলে ৪৪ রান। শেষদিকে মার্কাস স্টয়নিস খেলেন ২৬ বলে ২৬ রানের ওয়ানডে ঘরানার ইনিংস।
নিউজিল্যান্ডের পক্ষে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নেন লেগস্পিনার ইশ সোধি। এছাড়া ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির ঝুলিতে যায় ২টি করে উইকেট।
রান তাড়া করতে নেমে স্বাগতিকদের পক্ষে শুরুর ঝড়টা তোলেন ডানহাতি ওপেনার মার্টিন গাপটিল। প্রথম পাওয়ার প্লে’তে কোনো উইকেট না হারিয়ে ৫১ রান পায় নিউজিল্যান্ড। ১১.২ ওভারে ডেভন কনওয়ের সঙ্গে উদ্বোধনী জুটিটাকে শতরানে রূপ দেন গাপটিল।
রিলে মেরেডিথের করা ১২তম ওভারের পঞ্চম বলে সাজগরে ফেরেন ২৮ বলে ৩৬ রান করা কনওয়ে। ঠিক পরের বলেই সাজঘরে ফেরেন অধিনায়ক কেন উইলিয়ামস। জয় থেকে মাত্র ১৯ রান দূরে থাকতে ইনিংসের ১৫তম ওভারে আউট হন গাপটিল। তার ব্যাট থেকে আসে ৭ চার ও ৪ ছয়ের মারে ৪৬ বলে ৭১ রান।
বাকি কাজটুকু সারেন জশ ফিলিপস। মাত্র ১৬ বলের ইনিংসে ৫টি চারের সঙ্গে ২টি ছক্কায় ৩৪ রান করেন তিনি।
নিউজিল্যান্ড পায় ৭ উইকেটের সহজ জয়। ম্যাচ সেরা হয়েছেন নিউজিল্যান্ডের গাপটিল ও সিরিজ সেরা হন সোধি।