ডিএমপি নিউজঃ ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৩৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। রান বিবেচনায় বিশ্বকাপের ইতিহাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই সর্বোচ্চ ব্যবধানে জয় দক্ষিণ আফ্রিকার।
গতকাল লক্ষ্ণৌতে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে ৩১১ রান করে দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক করেন ১০৯ রান করেন যা চলতি বিশ্বকাপে তার টানা দ্বিতীয় সেঞ্চুরি।
জবাবে ব্যাট করতে নেমে ৪০.৫ ওভারে ১৭৭ রানে অলআউট হয় যায় অস্ট্রেলিয়া।