ডিএমপি নিউজ: চট্টগ্রামে অস্ত্র, ছিনতাইকৃত টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজিসহ সংঘবদ্ধ চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ মাকসুদুর রহমান ওরফে টিপু(৩০), মোঃ ওয়াহিদুল ইসলাম (২৮), মোঃ জয়নাল (২৮) ও মোঃ ইকবাল হোসেন(২৪)।
এ সময় তাদের নিকট হতে ১টি বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ, ২টি চাপাতি, ১টি ফোল্ডিং চাকু, ছিনতাইকৃত নগদ ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা এবং ছিনতাই কাজে ব্যবহৃত ১টি সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়।
১৪ মার্চ ২০১৮ দুপুর ০২.৫০ টায় মহানগরের কোতোয়ালী থানাধীন মেট্রোপোল কমিউনিটি সেন্টারের বিপরীত পার্শ্বে নেভাল ক্রসিং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ হয়ে মহানগরীর বিভিন্ন এলাকায় সিএনজি অটোরিক্সা যোগে ছিনতাই করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা রুজু হয়েছে।