ডিএমপি নিউজঃ চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকা হতে অস্ত্র-গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।
গ্রেফতারকৃতের নাম-মোঃ জাহাঙ্গীর আলম (৩৮)। তার হেফাজত হতে ০১টি একনলা বন্দুক ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
০৩ অক্টোবর, ২০১৮ রাত ০৮ টায় চট্টগ্রাম মহানগরীর সিআরবি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জাহাঙ্গীরের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী থানার দক্ষিণ কুয়াইশ গ্রামে।
সিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনার দিন সে অস্ত্র-গুলি বিক্রির উদ্দেশ্যে বর্ণিত স্থানে অবস্থান করছিল।
এ সংক্রান্তে তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা রুজু হয়েছে।