ডিএমপি নিউজ: বন্দর নগরী চট্টগ্রামে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে চট্টগ্রামের খুলশী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ মাসুদ কামাল (৩৮)।
এ সময় তার হেফাজত হতে ২টি এলজি, ৫ রাউন্ড কার্তুজ ও ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
৫ ডিসেম্বর, ২০১৮ রাত ১.৩০টায় খুলশী থানাধীন কুসুমবাগ আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
খুলশী থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মাসুদ একজন অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, মাদক, চাঁদাবাজি সংক্রান্তে একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে খুলশী থানায় মামলা রুজু হয়েছে।