ডিএমপি নিউজঃ চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন ষোলশহর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগরীর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম- আরিফুল ইসলাম প্রঃ নোমান (২৯)। এ সময় তার নিকট হতে একটি এলজি, ০৩ টি কার্তুজ ও ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সিএমপি সূত্রে জানা যায়, ৩০ আগস্ট, ২০১৮ তারিখ রাত ১০ টার দিকে তথ্যের ভিত্তিতে পাঁচলাইশ থানাধীন ষোলশহর ০২নং গেইট মোড়ে অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানকালে আরিফুলকে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে খুলশি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।