অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পণ্য তৈরী এবং পণ্যের মোড়কের গায়ে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে রাজধানীর তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে আড়াই লক্ষ টাকা জরিমানা করে।
এপিবিএন-৫ এর অপারেশন্স সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ই জানুয়ারি ২০১৮ গুলশানে অবস্থিত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পণ্য তৈরী এবং পণ্যের মোড়কের গায়ে মূল্য তালিকা প্রদর্শন ব্যতিত পণ্য বিক্রয় করায় “গ্রীন ল্যান্ড সার্ভিসেস লিঃ” এর ব্যবস্থাপক মোঃ মাহামুদুল হাসান’কে ১ লক্ষ টাকা জরিমানা, একই অপরাধে “প্রিমিয়ার সুইটস” এর ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর’কে ১ লক্ষ টাকা জরিমানা এবং “আলসস্ সুপার স্টোর” এর ব্যবস্থাপক সৈয়দ মোঃ আঃ আজিজ’কে ৫০ হাজার টাকা করে সর্বমোট ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।