চার্জারের তার, অ্যাডাপ্টার আর লাগবে না। আই ফোনের জন্য অ্যাপেল এবার নিয়ে আসছে ওয়্যারলেস চার্জিং ব্যবস্থা। আগামী প্রজন্মের ফোনে এই অত্যাধুনিক ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন উইসটর্ন।
যে সংস্থা অ্যাপেলের স্মার্টফোন ‘অ্যাসেম্বল‘ করে তার সিইও তথা প্রধান হলেন উইসটর্ন। তিনি আরও জানিয়েছেন যে, ভবিষ্যতের আই ফোন হবে সম্পূর্ণ রূপে ‘ওয়াটার প্রুফ‘।
এই বিষয়ে কথা বলতে গিয়ে উইসটর্ন আরও বলেন, বর্তমানে আই ফোন প্রস্তুতি আগের থেকে অনেক বেশি জটিল হয়ে গেছে।
এদিকে, চাইনিজ স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা হুয়েই–এর দাবি, অ্যাপেলকে হারিয়ে এখন তারাই নাকি বিশ্বের দুই নম্বর মোবাইল প্রস্তুতকারক কোম্পানি।
হুয়েই–এর ডিরেক্টর (ভারত) অ্যালেন ওয়াং দাবি করেছেন, “ডিসেম্বরের রিপোর্ট অনুযায়ী, হুয়েই বিশ্বের বাজারে অ্যাপেলের বিক্রিকে শুধু টেক্কা দিয়েছে তাই নয়, তাদেরকে পিছনে ফেলে বিশ্বের দুই নম্বর মোবাইল প্রস্তুতকারক সংস্থার স্থানও দখল করেছে“।