ব্রাজিলের অ্যামাজনে করোনার হানা। কোভিড-১৯ এর সংক্রমণে এবার ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছে অ্যামাজনের বাসিন্দারা।অ্যামাজনেরবনের মাঝে অবস্থিত সবচেয়ে বড় শহর মানাউশে কভিড-১৯ এর ফলে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। লাশ সৎকার করতে না পেরে কর্তৃপক্ষ এখন গণকবর খুঁড়ছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের আমাজোনাস প্রদেশের রাজধানী মানাউশ হতে যাচ্ছে করোনা সংক্রমণের পরবর্তী টার্গেট। শহরটি স্বাস্থ্যসেবার দিক থেকেও রয়েছে অনেক পিছিয়ে। সব মিলিয়ে করোনা আমাজনের মাঝে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে।
ইতোমধ্যে অ্যামজনের এই শহরে শ্বাসকষ্টজনিত মৃত্যু বেড়েছে। খবরে বলা হয়েছে, এপ্রিলে মানাউশে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে মৃত্যুর হার ৫৭৮% বেড়ে যায়।
তবে তাদের করোনা রোগী হিসেবে ঘোষণা করা হয়নি। কিন্তু বিশেষজ্ঞরা ভিন্নমত দিচ্ছেন। কারণ এখানে করোনা পরীক্ষার হার খুবই কম, তাই প্রকৃত সংখ্যা জানার উপায় নেই।