অ্যাম্বাসির গাড়ির নম্বর ব্যবহার করে মাদক বহন, মজুদ ও বিক্রির দায়ে এক জনকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ রেজাউল করিম ওরফে মিলন(৪৬)। গোয়েন্দা পুলিশ এ সময় তার হেফাজত হতে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে।
আরো উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরণের বিদেশী মদ। যার মধ্যে রয়েছে ৭৫০ মিলির আটটি ব্লু কালার রবার্টস রক, চারটি কালো রংয়ের এক লিটারের হুইসকি, ৭৫০ মিলির সাতটি কালো রংয়ের বিদেশী পিয়ারলি বে, সাদা রংয়ের এক লিটার জ্যাক ড্যানিয়েল, নীল রংয়ের এক লিটার হুইসকি ও ২৪ ক্যান বিয়ার। এছাড়া তার হেফাজত হতে উদ্ধার করা হয়েছে মাদক বিক্রির নগদ ৭০,০০০ টাকা। আর জব্দ করা হয়েছে সেই গাড়িটি। যে গাড়িটিতে দ-৬৮-০১৫ হলুদ রংয়ের নম্বর প্লেট ব্যবহার করে সে মাদক বহন ও বিক্রি করত।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানানো হয়, ২৯ মে, ২০১৮ রাত ২৩.৫৫ টায় গুলশানের ক-৮৫ এর ৪র্থ তলায় ৪/ডি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে রেজাউলকে গ্রেফতার করা হয়। আর উদ্ধার করা হয় ওইসব মাদকদ্রব্য।
গোয়েন্দা দক্ষিণ বিভাগের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিমের এই দলটি জানায়, ইতিপূর্বে রেজাউল ঢাকায় অবস্থিত একটি অ্যাম্বাসিতে চাকুরী করত। গত কয়েক মাস আগে তিনি চাকুরী থেকে চুরির দায়ে প্রত্যাহার হন। এরপর থেকে উক্ত অ্যাম্বাসির পরিচয় দিয়ে অ্যাম্বাসির নামের হলুদ নাম্বার প্লেট ব্যাবহার করে একটি গাড়ী ব্যক্তিগত ভাবে সর্বক্ষনিক ব্যবহার করেন, পাশাপাশি উক্ত গাড়ীটিতে মদ বহন করে থাকেন।
গ্রেফতারকৃত রেজাউলের বিরুদ্ধে গুলশান থানায় পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।