ডিএমপি নিউজ : বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ২০২২-২০২৩ এর ফাইনাল ম্যাচে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্রিকেট দলকে হারিয়ে পুলিশ স্টাফ কলেজ (পিএসসি) ক্রিকেট দল টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি.) দুপুরে পুলিশ স্টাফ কলেজের বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ১৪তম আসরের ফাইনাল ম্যাচে টস জিতে পুলিশ স্টাফ কলেজ ক্রিকেট দল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্রিকেট দল। দলের পক্ষে রাহাত ৫২ বলে সর্বোচ্চ ৮৮ রান করেন।
পুলিশ স্টাফ কলেজ ক্রিকেট দল ১৭৯ রানের টার্গেটে খেলতে নেমে ১৯ ওভার ৪ বল খেলে ৫ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায়।
পুলিশ স্টাফ কলেজ ক্রিকেট টিমের পক্ষে ৬৫ বলে ১০০ রান করেন আব্দুল্লাহ আল মামুন।
প্লেয়ার অব দ্য ফাইনাল, ম্যান অব দ্য টুর্নামেন্ট ও ৩৩৬ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার জিতে নেন পুলিশ স্টাফ কলেজ ক্রিকেট দলের আব্দুল্লাহ আল মামুন। এছাড়া ১৬ উইকেট শিকার করে সেরা বোলার নির্বাচিত হন পুলিশ স্টাফ কলেজ ক্রিকেট দলের রিপু মার্মা।
বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের সম্মানিত সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম-বার, পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তৃতায় আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ ক্রীড়াচর্চায় শ্রেষ্ঠত্বের নিদর্শন রাখছে। শুধু ক্রিকেট নয়, ফুটবল, ভলিবল, কাবাডিতেও বাংলাদেশ পুলিশ তাদের দক্ষতার সাক্ষর রেখে চলেছে। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অর্জন করছে স্বর্ণ, রৌপ্য ও তাম্র পদক। ক্রীড়াঙ্গনে বাংলাদেশ পুলিশের একটি সোনালী অতীত ছিলো। আমরা ধীরে ধীরে সেই ধারায় ফিরে আসছি। বাংলাদেশ পুলিশ ক্রিকেটের মান অনেক বেড়েছে। আগামীতেও এ ধারা অব্যহত থাকবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশ ক্রিকেট টিম ভবিষ্যতেও আরো ভালো করবে এবং জাতীয় টিমে পুলিশ ক্রিকেটাররা খেলবে এই প্রত্যাশা করি।
এমন সুন্দর একটি আয়োজন করার জন্য তিনি বাংলাদেশ পুলিশ ক্রিকেট টিমের সাথে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানান। এ সময় তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপস্থিত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আমাদের নিবিড় সম্পর্ক রয়েছে ভবিষ্যতেও এই সম্পর্ক অব্যাহত থাকবে।
তিনি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে অভিনন্দন জানান। খেলায় স্পন্সরদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, বাংলাদেশ ক্রিকেট দলের মহাতারকা সাকিব আল হাসান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসমাইল হায়দার মল্লিক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলকে ২ লক্ষ টাকা ও রানার্স আপ দলকে ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়।
উল্লেখ্য, মোট ২২টি দলের অংশগ্রহণে গত ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ২০২২-২৩ শুরু হয়। এ, বি, সি ও ডি চারটি গ্রুপে মিরপুর পুলিশ লাইনস মাঠ ও পুলিশ স্টাফ কলেজ মাঠে দুটি ভেন্যুতে খেলাগুলো অনুষ্ঠিত হয়।
আইজিপি কাপ ক্রিকেটের ফাইনাল খেলা বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে লাইভ সম্প্রচার করা হয়।