ডিএমপি নিউজঃ বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব আয়োজিত পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) – ২০২১ এর ফাইনাল খেলায় চট্টগ্রাম রেঞ্জ টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
আজ রবিবার (১৩ নভেম্বর, ২০২২ খ্রি.) বিকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২১ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ।
চরম উত্তেজনাপূর্ণ ও তীব্র প্রতিযোগিতাপূর্ণ এ খেলায় ডিএমপি ৩-০ গোলে চট্টগ্রাম রেঞ্জকে পরাজিত করে। খেলার প্রথমার্ধের ০৫ মিনিটে ডিএমপির ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রুবেল মিয়ার গোলে এগিয়ে যায় ডিএমপি। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও রুবেল মিয়ার গোলে ব্যবধান দ্বিগুণ করে ডিএমপি। ৮৩ মিনিটে ডিএমপির হয়ে ০৮ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ঈসা ফয়সাল তৃতীয় গোল করেন।
ফাইনাল খেলার ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ হয়েছেন ডিএমপির ঈসা ফয়সাল। ৯ টি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ঢাকা রেঞ্জের রবিউল ইসলাম। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন চট্টগ্রাম রেঞ্জের কমল বড়ুয়া।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও সভাপতি, বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তীব্র প্রতিযোগিতাপূর্ণ খেলা উপভোগ করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ ফুটবল টিমের গৌরবময় ঐতিহ্য রয়েছে। নিঃসন্দেহে উভয় দল চমৎকার খেলা উপহার দিয়েছে। আমি আশা করব আগামীতে খেলোয়াড়রা আরো খেলোয়াড় সুলভ আচরণ দেখিয়ে ভালো খেলা উপহার দিবে। নিজেদের মধ্যে প্রতিযোগিতা বাড়াতে হবে। নিয়মিত অনুশীলন করতে হবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মধ্য দিয়েই কৃতি খেলোয়াড় বেরিয়ে আসবে। ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় ফুটবল টিমে পুলিশ থেকে খেলোয়াড় সংখ্যা আরো বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন।
খেলোয়াড়দের উদ্দেশ্য আইজিপি বলেন, আপনাদের সর্ব্বোচ সুযোগ সুবিধা দেয়া হবে। আপনারা দেশকে যেমন ভালবাসবেন, তেমনি আপনার ইউনিট ও খেলাকেও ভালবাসবেন।
বিজয়ী ও বিজেতা উভয় দলকে অভিনন্দন জানিয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম বলেন, উভয় দলই খুব প্রতিযোগিতাপূর্ণ ফুটবল খেলেছে। আমরা খেলা সবাই বেশ উপভোগ করেছি। এ সময় ডিএমপি কমিশনার ডিএমপির ফুটবল টিমের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করেন।
সভাপতির বক্তব্যে মহাপরিচালক, র্যাব ফোর্সেস ও সভাপতি, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব এম খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম বলেন, মহামারি করোনার জন্য খেলাটি আয়োজন করা সম্ভব হচ্ছিল না, করোনা শিথিল হওয়ায় আইজিপি কাপ ফুটবল আয়োজন করা হয়েছে। উভয় দলের খেলা খুবই চমৎকার হয়েছে, আপনাদের অভিন্দন।
পরে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি প্রদান করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপিগণসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।