ডিএমপি নিউজ: কিশোর গ্যাং, মাদক নির্মূল, পারিবারিক ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণসহ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে মিরপুর বিভাগের দারুসসালাম থানার উদ্যোগে Law and Order Coordination Committee (LOCC) মিটিং অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৩ জুলাই ২০২৪) সকালে থানার কনফারেন্স রুমে আইনশৃঙ্খলা সম্পর্কিত এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুসসালাম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এমএম ময়নুল ইসলাম পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ মমিনুল হক। সভায় সভাপতিত্ব করেন দারুসসালাম থানার অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমান।
এলওসিসি মিটিং এ কিশোর অপরাধ নিয়ন্ত্রণে কিশোর গ্যাং, মাদক নির্মূল, ধর্মীয় সংবেদনশীল বিষয়ে সামাজিক ও পারিবারিক অপরাধ নিয়ন্ত্রণ, অগ্নিদুর্ঘটনা রোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, ছিনতাই ও অন্যান্য অপরাধ প্রতিরোধে বাসাবাড়ি, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়, মার্কেট ও গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ফুটপাতে হকার ও ভ্রাম্যমান দোকানপাট বসিয়ে যানজট সৃষ্টি না করা, পারিবারিক মূল্যবোধ ত্বরান্বিত করা এবং সার্বিক নিরাপত্তার স্বার্থে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
সভায় ডিএমপির গোয়েন্দা ও ট্রাফিক বিভাগের সদস্যসহ স্থানীয় কাউন্সিলর, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, ব্যবসায়ী, ফায়ার সার্ভিস, তিতাস, ঢাকা ওয়াসা, বাজার কমিটি, কমিউনিটি পুলিশিং এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।