ডিএমপি নিউজ: চুরি-ছিনতাই প্রতিরোধ, পারিবারিক ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণসহ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে কামরাঙ্গীরচরের বিভিন্ন স্টেকহোল্ডারগণের সথে Law and Order Coordination Committe (LOCC) সভা অনুষ্ঠিত হয়েছে।
কামরাঙ্গীরচর থানার উদ্যোগে সোমবার (২২ এপ্রিল) সকালে আল হেরা কমিউনিটি সেন্টারে আইনশৃঙ্খলা সম্পর্কিত এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম।
সভার বিশেষ অতিথি লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো: ইমরান হোসেন মোল্লা পিপিএম ডিএমপি নিউজ জানান, আইন-শৃঙ্খলা সম্পর্কিত এ সভায় কিশোর অপরাধ নিয়ন্ত্রণে কিশোর গ্যাং নির্মূল, মাদক নির্মূল, ধর্মীয় সংবেদনশীল বিষয়ে গুজবে কান না দেওয়া, পারিবারিক ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ, অগ্নিদুর্ঘটনা রোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধকরণ, চুরি-ছিনতাই ও অন্যান্য অপরাধ প্রতিরোধে বাসাবাড়ি, মার্কেট, ক্রসিং ও গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ফুটপাতে হকার ও ভ্রাম্যমান দোকানপাট বসিয়ে যানজট সৃষ্টি না করা, পারিবারিক মূল্যবোধ ত্বরান্বিত করা এবং সার্বিক নিরাপত্তার স্বার্থে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করা ইতাদি বিষয়ে আলোচনা করা হয়।
আইনশৃঙ্খলা সমন্বয় সভায় সকলকে অত্যধিক গরমে হিট এলার্ট-এ সতর্ক থাকার জন্য বিশেষ আহবান জানানো হয়।
আইন-শৃংখলা সমন্বয় সভায় হাজারীবাগ-কামরাঙ্গীরচর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া খান, ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন, ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরে আলম চৌধুরী, থানা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন সরকার, থানা এলাকার দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ, কলেজ-স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।