ডিএমপি নিউজ: চুরি-ছিনতাই প্রতিরোধ, পারিবারিক ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণসহ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে ভাটারা থানায় বিভিন্ন স্টেকহোল্ডারগণের সথে Law and Order Coordination Committee (LOCC) সভা অনুষ্ঠিত হয়েছে।
গুলশান বিভাগের ভাটার থানার উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় ভাটারা থানা কম্পাউন্ডে আইনশৃঙ্খলা সম্পর্কিত এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাড্ডা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ হাসানুজামান মোল্যা। সভায় সভাপতিত্ব করেন ভাটারা থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম, পিপিএম।
আইন-শৃংখলা সমন্বয় সভায় চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে এবং কিশোর গ্যাং নির্মূল, মাদক নির্মূল বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও, ধর্মীয় সংবেদনশীল বিষয়ে গুজবে কান না দেওয়া, সামাজিক ও পারিবারিক অপরাধ নিয়ন্ত্রণ, অগ্নি দুর্ঘটনা রোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, যানজট নিরসনে ট্রাফিক বাবস্থাপনায় সহায়তা করা, বাসা-বাড়ি, মার্কেট, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণস্থানে ও বসুন্ধরা আবাসিক এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন, অটোরিকশা পরিচালনা, ফুটপাতে হকার ও ভ্রাম্যমান দোকানপাট বসিয়ে যানজট সৃষ্টি না করা, ব্যবসায়িক এলাকায় যত্রতত্র রাতে ট্রাক দাঁড় করিয়ে মালামাল উঠা- নামা করার সময় রাস্তায় যানজটের সৃষ্টি না করা, পারিবারিক মূল্যবোধ এবং সার্বিক নিরাপত্তার স্বার্থে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
সমন্বয় সভায় গুলশান ট্রাফিক-নর্থ এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এ.কে.এম সাজ্জাদুল আলম, ডিবি-গুলশানের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব, বাড্ডা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা, ট্রাফিক বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার শুভ কুমার ঘোষ, ইন্সপেক্টর (তদন্ত) মাকারিয়াস দাসসহ ভাটারা থানা এলাকার বিট ইনচার্জগণ, স্থানীয় কাউন্সিলর, বারিধারা ফায়ার সার্ভিস স্টেশনের প্রতিনিধি, ঢাকা ওয়াসা মড্স জোন-৮ এর প্রতিনিধি, ভাটারা থানা এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বসুন্ধরা ও বারিধারা সোসাইটির কর্মকর্তাবৃন্দ, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, নতুন বাজার পরিবহন মালিক সমিতির সভাপতি, বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত দিলেন।