ডিএমপি নিউজঃ ভারতের মাটিতে ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ (আইপিএল। রোববার আইপিএল ২০২১ এর সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। সূচি অনুযায়ী ১৪তম আসরের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গুলুরু।
৯ এপ্রিল শুরু হয়ে ৩০ মে ফাইনাল দিয়ে পর্দা নামবে জনপ্রিয় এই টি-টোয়েন্টি লিগের। ৮ দলের এই টুর্নামেন্টে বসবে ৫৬টি ম্যাচ। কলকাতা, মুম্বাই, চেন্নাই ও বেঙ্গালুরু ১০টি করে ম্যাচ আয়োজন করবে। অন্যদিকে ৮টি করে ম্যাচ আয়োজন করবে আহমেদাবাদ ও দিল্লি।
কোনও দলই নিজেদের মাঠে ম্যাচ খেলার সুযোগ পাবে না। সব দলকে চারটি নিরপেক্ষ কেন্দ্রে ম্যাচ খেলতে হবে।
দেখে নিন আইপিএলের পূর্ণাঙ্গ সূচি-