চলতি আইপিএলে টানা ৬টি ম্যাচে হার মানল বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ অবশ্য গত বছর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ ম্যাচে হার মিলিয়ে আইপিএলে এক টানা সাতটি ম্যাচে পরাজিত হওয়ার লজ্জাজনক নজির গড়ল আরসিবি৷
চেন্নাইয়ের বিরুদ্ধে হার দিয়ে আইপিএল অভিযান শুরু করে কোহলি অ্যান্ড কোং৷ পরে মুম্বই ও কলকাতার কাছে হোম ম্যাচে এবং হায়দরাবাদ ও রাজস্থানের কাছে অ্যাওয়ে ম্যাচে পরাজয় স্বীকার করতে হয় ব্যাঙ্গালোরকে ৷ এবার দিল্লি ক্যাপিটালসের কাছে ঘরের মাঠে মাথা নত করে আরসিবি ৷ দিল্লি ৪ উইকেটে পরাজিত করে কোহলিদের ৷
চিন্নাস্বামীতে প্রথমে ব্যাট করে ব্যাঙ্গালোর নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে ৷ বিরাট কোহলি ও মঈন আলি ছাড়া বলার মতো রান করতে পারেননি আর কেউই ৷ রাবাদা একার হাতেই ধস নামান ব্যাঙ্গালোর শিবিরে ৷
পালটা ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস ১৮.৫ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫২ রান তুলে ম্যাচ জিতে যায় ৷ অধিনায়কোচিত হাফসেঞ্চুরি করেন শ্রেয়স আইয়ার ৷