আসন্ন আইপিএলের (IPL 2022) টাইটেল স্পনসরশিপে আসছে বদল। চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো-র (VIVO) বদলে আসছে টাটা গোষ্ঠী (Tata Group)। আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল এমনটাই জানিয়েছেন সংবাদ সংস্থা পিটিআই-কে।
তিনি বলেন, “টাটা গ্রুপ আইপিএলের নতুন টাইটেল স্পনসর হিসাবে আসছে। “ভিভোর সঙ্গে আইপিএলের আরও কিছু দিন স্পনসরশিপ চুক্তি ছিল। বাকি সময়ের জন্য টাটাই টাইটেল স্পনসরশিপের দায়িত্বে থাকছে। ভিভো বিসিসিআই-কে অনুরোধ জানায় যে, তারা আর আইপিএলে-র টাইটেল স্পনসর হিসাবে থাকতে চায় না। তারপরেই ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের অনুরোধ বিচার করে টাটাকে দায়িত্ব তুলে দেয়। টুর্নামেন্টের নাম হতে চলেছে ‘টাটা ইন্ডিয়ান প্রিমিয়র লীগ’।
২০১৮-২০২২ পর্যন্ত আইপিএলের সঙ্গে ভিভোর ২২০০ কোটি টাকার চুক্তি হয়েছিল। চলতি বছর এপ্রিল-মে মাসে রয়েছে আইপিএলের পঞ্চদশ সংস্করণ।
আর ৮ দল নয়, আইপিএলের (IPL 2022) ১৫তম সংস্করণ ফের দেখবে ১০ দলের লড়াই। সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) আরপিএসজি (RPSG) গ্রুপ ও বিদেশি কোম্পানি সিভিসি ক্যাপিটাল (CVC Capital) যুক্ত হয়েছে এবার। আরপিএসজি লখনউ ও সিভিসি ক্যাপিটাল আহমেদাবাদ শহরের ফ্র্যাঞ্চাইজি নিয়েছে।