ফ্রান্সের আইফেল টাওয়ারের কাছে ছুরিকাঘাতের শিকার হয়েছেন হিজাব পরিহিত দুই মুসলিম নারী। ছুরিকাঘাতের পাশাপাশি দুই মুসলিম নারীর হিজাব টেনে নেয়ার চেষ্টা করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপি বৃহস্পতিবার জানায়, এ ঘটনায় অভিযুক্ত হয়েছেন অন্য দুই নারী। তাদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ আনা হয়েছে।
আইফেল টাওয়ারের কাছেই চ্যাম্প দে মার্স পার্কে বাচ্চসহ একটি মুসলিম পরিবার হাঁটার সময় হামলার শিকার হন। এ সময় হামলাকারী দুই নারী মদ্যপ ছিল বলে অভিযোগে উঠে এসেছে। হামলাকারীদের একটি কুকুর নিয়েও অভিযোগ করেছেন মুসলিম পরিবারটি। কুকুরটি দ্বারা তারা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন। মূলত কুকুর টেনে ধরে ১৯ ও ৪০ বছর বয়সী দুই মুসলিম নারীকে ছুরিকাঘাত করা হয়।
জানা যায়, ছয় বার ছুরিকাঘাত করা হয় ৪০ বছর বয়সী এক নারীকে। আর এক তরুণীকে তিন বার ছুরিকাঘাত করা হয়েছে।