তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সংক্রান্ত ৪১টি বিষয়ে প্রায় তিন হাজার জনকে প্রশিক্ষণ দেবে হাইটেক পার্ক কর্তৃপক্ষ। এ লক্ষ্যে কর্তৃপক্ষ ইতোমধ্যেই আইটি, আইটিইএস সেক্টরের চাহিদার ভিত্তিতে ৪১টি বিষয়ের ওপর প্রশিক্ষণ কোর্স কারিকুলামও নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার হাই-টেক পার্ক কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন কালিয়াকৈর হাই-টেক পার্ক এবং অন্যান্য হাইটেক পার্কের উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সরকারিভাবে দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন কোর্সের অধীনে প্রায় তিন হাজার জন তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হবে।
দেশের তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দেয়া ছাড়াও প্রশিক্ষণ সুবিধা সৃষ্টির জন্য প্রয়োজনীয় অবকাঠামোর ব্যবস্থা রাখা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে মূলত সফটওয়্যার শিল্পের সঙ্গে সম্পর্কিত লোকবলকে প্রশিক্ষণ দেয়া হবে।