আইসিসির অক্টোবর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের বিরাট কোহলি ও পাকিস্তানের অলরাউন্ডার নিদা দার ।
পুরুষদের বিভাগে ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এর অক্টোবর মাসের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছিলেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ।
নারীদের বিভাগে মনোনয়ন পেয়েছিলেন ভারতের এশিয়া কাপ জয়ী জেমিমা রদ্রিগেস ও দীপ্তি শর্মা ।
অক্টোবর মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে চারটি ম্যাচে ২২০ রান করেছেন কোহলি। গড় ১১০.০০। প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে করেছিলেন ৫৩ বলে ৮২ রান। পরের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষেও ৪৪ বলে ৬২ রানের ইনিংস খেলেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। দু’টি ম্যাচেই অপরাজিত ছিলেন তিনি। তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন তিনি। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় অর্ধশতরান আসে কোহলির ব্যাট থেকে। ৪৪ বলে ৬৪ রান করেন তিনি।
অক্টোবরে নারী এশিয়া কাপে ৬ ম্যাচে ৭২.৫০ গড়ে ১৪৫ রান এবং ৮ উইকেট নেন নিদা।