ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর ভেরিফাইড ফেসবুক পেজের কভার ফটোতে শোভা পাচ্ছে বাংলাদেশের পক্ষে দুর্দান্ত ব্যাটিং করে জয় ছিনিয়ে আনা মাহমুদুল্লাহ রিয়াদের ছবি।
তিনি যখন ব্যাটিং করতে নেমেছিলেন তখন বাংলাদেশের জয়ের আশা ছেড়ে দিয়েছিলেন অনেকেই। কেউবা মান সম্মত একটা স্কোরের আশায় ছিলেন। যাতে কম রানে অলআউট হওয়ার রেকর্ড তৈরি না হয়ে যায়।
তবে নিজেদের দক্ষতা আর অভিজ্ঞতা দিয়ে দলকে ঐতিহাসিক এক জয় এনে দিয়েছেন মাহমুদুল্লাহ এবং সাকিব আল হাসান।
১১৫ বলে ১১৪ রান করেন সাকিব এবং ১০৭ বলে ১০২ রান করে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন মাহমুদুল্লাহ।
ম্যাচ জেতার পর মাহমুদুল্লাহর সেই বাঘের ন্যায় হুঙ্কার করে জয় উদযাপন করা সেই ছবিটি আইসিসি তাদের ফেসবুকের কভার ফটো করেছে।