বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি রাশিয়ার সহযোগী সদস্যপদ বাতিল করেছে। মঙ্গলবার (২৬ জুলাই) যুক্তরাজ্যের বার্মিংহামে চলমান বার্ষিক সম্মেলনে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এর আগে ২০২১ সালে আইসিসি’র সাধারণ সভায় রাশিয়ার সহযোগী সদস্যপদ স্থগিত করা হয়েছিল। কারণ, সহযোগী সদস্য হওয়ার পর যেসব কার্যক্রম চালাতে হয় এবং যে ধরনের পরিবেশ ও সুযোগ-সুবিধা থাকতে হয় ২০১৯ সাল থেকে সেগুলোর কোটা পূরণ করতে পারছিল না রাশিয়া।
২০২১ সালে তাদের সদস্যপদ স্থগিত করার পরও তারা সেসব বিষয়ের কোনো সুরাহা করেনি। সে কারণে ২০২২ সালের বার্ষিক সম্মেলনে দেশটির সহযোগী সদস্যপদ বাতিল করা হয়। একই কারণে এবং একইভাবে ২০২১ সালে পূর্ব আফ্রিকার দেশ জাম্বিয়ার সদস্যপদ বাতিল করা হয়েছিল।
এদিন আইসিসি’র সদস্যপদ পায় আরও তিনটি দেশ। তার মধ্যে দুটি এশিয়ার, একটি আফ্রিকার দেশ। এশিয়া থেকে কম্বোডিয়া ও উজবেকিস্তান এবং আফ্রিকা থেকে আইভরিকোস্ট আইসিসি’র সহযোগী সদস্য হওয়ার মর্যাদা লাভ করে।
বর্তমানে আইসিসি’র মোট সদস্য দেশ ১০৮টি। তার মধ্যে সহযোগী সদস্য দেশ ৯৬টি। আর ১২টি দেশ হচ্ছে পূর্ণাঙ্গ সদস্য।খবর:রাইজিংবিডি