দীর্ঘ ১৩ বছর পর টেস্ট বোলার শীর্ষে উঠে এসেছেন কোন অস্ট্রেলিয়। আইসিসি প্রকাশ সর্বশেষ র্যাংকিংয়ে টেস্ট বোলাদের তালিকার এক নম্বরে উঠেছেন প্যাট কামিন্স। এর আগে ২০০৬ সালে সর্বশেষ অস্ট্রেলীয় বোলার হিসেবে শীর্ষে উঠেছিলেন গ্লেন ম্যাকগ্রা।
এর আগে তালিকার দুই নম্বরে ছিলেন অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরষ্কার জয়ী কামিন্স। আর শীর্ষে ছিলেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। কিন্তু সদ্য সমাপ্ত ডারবান টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে খুব একটা ভালো করতে পারেননি প্রোটিয়া পেসার। ফলে র্যাংকিংয়ে পতন ঘটে তার।
তাতেই শীর্ষে উঠে যান ২৫ বছর বয়সী কামিন্স। শীর্ষ থেকে তিন নম্বরে নেমে যান রাবাদা। দুই নম্বরে ওঠেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন।
শীর্ষ তিনে আর কোন উল্লেখযোগ্য পরিবর্তন নেই সেরা দশে। তবে ডারবানেই চার উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা ৪৯ এ উঠে এসেছেন বিশ্ব ফার্নান্দো। আর এই টেস্টেই ৬ উইকেট নিয়ে র্যাংকিংয়ে নিজের নাম তুলেছেন শ্রীলঙ্কার অভিষিক্ত স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া। তিনি আছেন ৬৮ নম্বরে।