বৃষ্টির কারণে ব্রিস্টলে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলা হয়নি বাংলাদেশের। বৃষ্টির কারণে আকর্ষণ হারাতে বসেছে এবারের বিশ্বকাপ। এরই মধ্যে পরিত্যাক্ত তিনটি ম্যাচ। টুর্নামেন্টে কেন রাখা হয়নি রিজার্ভ ডে? ঘুরেফিরে আসছে সেই প্রশ্ন। অবশ্য রিজার্ভ ডে না রাখার কারণ জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিচার্ডসন।
