আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এক লাফে ৫৮ ধাপ এগোলেন লঙ্কান বাঁহাতি ব্যাটসম্যান কুশল পেরেরা। রবিবার (১৭ ফেব্রুয়ারি) আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে ৯৮তম থেকে তিনি উঠে এসেছেন ৪০তম স্থানে।
শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টে শেষ উইকেটে বিশ্ব ফার্নান্দোর সঙ্গে ৭৮ রানের রেকর্ড অবিচ্ছিন্ন জুটিতে শ্রীলঙ্কাকে ১ উইকেটের জয় এনে দেন পেরেরা। ১৫৩ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি। প্রথম ইনিংসে করেছিলেন ৫১ রান। সেটিরই প্রতিফলন পড়ল আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে।