যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্কটা মোটেও ভালো যাচ্ছে না। সম্প্রতি বিভিন্ন ইস্যুতে ওয়াশিংটন-ইসলামাবাদের মধ্যে সম্পর্কে যখন টানাপড়েন চলছে। আর এরই মধ্যে পাকিস্তানের পক্ষ থেকে ঘোষণা আসলো, দেশটির আকাশসীমা লঙ্ঘন করা হলে যুক্তরাষ্ট্রসহ যেকোনও দেশের ড্রোনকে গুলি করা হবে। পাক সেনাকে ইতিমধ্যেই নির্দেশও দিয়ে দিয়েছে সে দেশের সরকার।
পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল সোহেল আমান তার বাহিনীকে এমনই নির্দেশ দিয়েছেন বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে নানা জল্পনা।
ড্রাম নামিয়ে নেওয়ার প্রসঙ্গে আমান বলেন, ‘‘আমরা কাউকেই আমাদের আকাশসীমা লঙ্ঘন করতে দেব না।
বিমানবাহিনীকে বলেছি, এমন ঘটনা ঘটলে ড্রোনগুলোকে গুলি করে মাটিতে নামাতে। দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা বিপন্ন করে যদি মার্কিন ড্রোন আকাশসীমা লঙ্ঘন করে তবে তাদেরও ছাড় দেয়া হবে না। ’’
উল্লেখ্য, এর আগে পাক বাহিনী তার ভূখণ্ডে কোনও মার্কিন ড্রোন হামলার বিরুদ্ধে প্রকাশ্যে নিন্দা জানালেও সেগুলোকে ভূপাতিত করার কোনও নির্দেশ দেয়নি।